বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিয়ার রহমান স্বপন গণসংযোগ অব্যাহত রেখেছেন। স্বপন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আসাদুল হকের পুত্র।
তিনি গঙ্গাচড়া উপজেলার প্রত্যেকটি পাড়া মহল্লায় উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। সে নির্বাচনে প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিকলীগ সমর্থন জানিয়েছেন।
গণসংযোগকালে সাংবাদিকদের ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিয়ার রহমান স্বপন বলেন, এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমি যদি নির্বাচনে জয়লাভ করি তাহলে গঙ্গাচড়া উপজেলাকে মডেল উপজেলা গঠনে ভূমিকা রাখব।