বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

গঙ্গাচড়ায় বড়বিল ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গত রবিবার সকালে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত বাজেট ঘোষণা সভায় বাজেট উপস্থাপন করেন ইউ.পি চেয়ারম্যান আফজালুল হক রাজু।

বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৩ লক্ষ ৬২ টাকা, ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৯ লক্ষ ৫৯ হাজার ৬ শত ৭৯ টাকা, উদ্ধৃত রাখা হয়েছে ৭৩ হাজার ৩ শত ৮৩ টাকা। বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউ.পি চেয়ারম্যান আফজালুল হক রাজু বলেন এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি এবং কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে অত্র ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ড থেকে ইউনিয়নবাসী উপকৃত হবে। সভায় প্রস্তাবিত বাজেট সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com