বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

গঙ্গাচড়ায় বিয়ের নামে প্রতারণা করে টাকা হাতানোর অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের নামে প্রতারণা করে দৈহিক মিলনসহ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে এক লম্পটের বিরুদ্ধে। এ অভিযোগে ভূক্তভোগী নারী গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের নগরবন ডাঙ্গি পাইকান গ্রামের মোবারক আলী সরকারের পুত্র ৩ সন্তানের জনক শফিয়ার রহমান (৪৫) এর সাথে প্রায় ৩-৪ বছর পূর্বে পরিচয় হয় একই উপজেলার কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ কামারপাড়া গ্রামের এক বিধবা নারীর। ওই নারীর সাথে পরিচয় হওয়ার পর থেকে শফিয়ার তাকে নানা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এতে ওই নারী রাজী হলে লম্পট শফিয়ার তাকে নিয়ে রংপুর নোটারী পাবলিকে গিয়ে এফিডেভিট মূলে বিয়ে করে। এর পর থেকে সে ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক যৌন মেলামেশা করে। এক পর্যায়ে ওই নারী তাকে ইসলামী শরীয়ত ও কাবিননামা মূলে বিয়ের কথা বলিলে শফিয়ার বিয়ের খরচ বাবদ তার কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়ে বিয়ে না করার জন্য টাল বাহনা করে।

ওই নারী সাংবাদিকদের জানান, শফিয়ার আমার ইজ্জত টাকা পয়সা সবই কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করেছে। আমি তাকে শরীয়ত মোতাবেক বিয়ে করে ঘরে তুলতে বললে সে আমাকে প্রাননাশসহ নানা রকম হুমকি ধামকি দিচ্ছে।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com