বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটসহ শ্লীলতাহানীর শিকার হয়েছেন এক গৃহবধু ও তার মেয়ে। ওই গৃহবধুসহ তার মেয়ে গঙ্গাচড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার বড়বিল ইউনিয়নের বড়বিল চওড়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম প্রায় ২ বছর আগে প্রতিবেশী মৃত আব্দুল মান্নানের ছেলে শাহিন মিয়া ও তার স্ত্রী অমিচা বেগমকে ১ লক্ষ ৭৭ হাজার টাকা ধার দেন। ২-৩ মাসের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও পরে টাকা চাইতে গেলে সে নানা টালবাহনা করে। বিষয়টি নিয়ে দেলোয়ারা বেগম স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার দিলে শাহিন মিয়া সালিশি বৈঠকে উপস্থিত না হওয়ায় কোন সূরাহা হয়নি। ঘটনার দিন গত রোববার সন্ধ্যায় দেলোয়ারা তার বাড়ির নিকট একটি গালামাল দোকানের সামনে শাহিন মিয়ার ছেলে পরশ মিয়া (২১)কে দেখতে পেয়ে তার বাবা মায়ের ধার নেয়া টাকার কথা বলিলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে দেলোয়ারা প্রতিবাদ করলে দুজনের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়।
এসময় পরশের চিৎকারে তার আত্মীয় স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে দেলোয়ারাকে বে-দম মারপিট করে। মারপিটের শিকার দেলোয়ারার চিৎকারে তার কিশোরী মেয়ে মুক্তা বেগম ও স্বামী মানিক মিয়া এগিয়ে আসলে তারাও এলোপাতারী মারপিটের শিকার হন। এঘটনায় দেলোয়ারা বেগম শাহিন মিয়াসহ ঘটনার সাথে জড়িত ৯ জনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।