বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় ১৪২৬ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা উৎসবের আয়োজন করা হয়। পহেলা বৈশাখে সকাল সাড়ে সাতটায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব হলরুমে পহেলা বৈশাখের ঐতিহ্য পান্তা ভাত খাওয়ার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। পরে উপজেলা পরিষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙ্গালীর ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ¦ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল সাংবাদিক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীরা নতুন সাজে সেজে মঙ্গল শোভাযাত্রাসহ সকল অনুষ্ঠানে অংশগ্রহন করেন।