বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

গঙ্গাচড়ায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়ায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- রংপুর মহানগরীর হারাগাছ থানার সারাই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মোকলেছার রহমান (৩৮) ও একই থানার সারাই কসাইটারী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সাইদুল ইসলাম (৩৬)।

থানা পুলিশ জানায়, গত রবিবার রাতে আটক মাদক ব্যবসায়ীদ্বয় গাঁজা নিয়ে মটরসাইকেলে করে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা হতে হারাগাছ থানার দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদে জেলা পুলিশ সুপারের নির্দেশে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের নেতৃত্বে এস,আই আব্দুল ওয়াহাব, এ,এস,আই রাখিমুজ্জামান রানা, রবিউল ইসলাম ও কং সমশের মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করে।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, আটক মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com