বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শুকরিয়া পারভীন। কর্মশালায় এসডিজি সূচকের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করা হয় ও লক্ষ্য মাত্রা বাস্তবায়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ছাড়াও এসডিজি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে কৌশল পত্র প্রনয়ন করে আলোচনা করা হয়।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ। কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।