বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন গতকাল সোমবার ৩টি পদে ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাসলীমা বেগমের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
সোমবার সকাল থেকেই ৩টি পদের প্রার্থী ও তাদের সমর্থকদের পদভারে উপজেলা পরিষদ ক্যাম্পাস ছিল উৎসবমূখর।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকৃত প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত, উপজেলা আওয়ামীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে গঙ্গাচড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সাজু আহম্মেদ লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সফিয়ার রহমান স্বপন, মজিবুল হক সরকার, রফিকুল ইসলাম, প্রতাব চন্দ্র, মতিউল ইসলাম, কাঞ্চন চৌধুরী, বাবু চৌধুরী, আশরাফুল আলম, নিখিল চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান খায়রুল আলম বাবু, আল মামুন অর রশিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রানী, সাবেক ইউপি সদস্যা নুরুন্নাহার পারুল, মারুফা জামান, পারভীন আক্তার, মোতমাইনা বেগম, পিঞ্জিরা বেগম, হোসনে আরা, রাবেয়া বেগম। এছাড়া চেয়ারম্যান পদে বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা প্রশাসক, রংপুর ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।