বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ১শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, থানার খলেয়া ইউনিয়নের ধনতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আজগার আলীর ছেলে লাভলু মিয়া(৩২) ও ধনতলা চৌধুরীপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মতিয়ার রহমান আকাশ(২৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে দক্ষিন খলেয়া মৌজার উত্তর পার্শে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের ব্রীজের উপর আটক লাভলু ও মতিয়ার ইয়াবা বিক্রি করতে থাকে। এ সময় গোপন সংবাদে রংপুর পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ এর নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত সরকার, এস.আই তাজুল ইসলাম, এ.এস.আই রবিউল সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ীদ্বয়কে ১শ পিস ইয়াবাসহ আটক করে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।