বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় ইউ.পি সদস্য চাঁন মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউ.পি সদস্য আশরাফ আলী চাঁন মিয়ার নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার দুপুরে ওই ইউনিয়নের মন্থনা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ওই ইউ.পি সদস্য তার এলাকার গরীব ও দুঃস্থদের ভিজিডি কার্ড, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃকালীনভাতা, ৪০ দিনের কর্মসূচীসহ নানা সুযোগ সুবিধা দেয়ার কথা বলে প্রায় ৫০ জনের নিকট জন প্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। উৎকোচ নেয়ার দীর্ঘদিন হলেও ওই ইউ.পি সদস্য তার প্রতিশ্রুত সুযোগ সুবিধা ওই দুঃস্থ ও অসহায়দের দেয়নি। সুযোগ সুবিধা না পেয়ে ভূক্তভোগী অসহায় দুঃস্থরা ওই ইউ.পি সদস্যর কাছে টাকা ফেরত চাইলে তিনি তার লোকজনসহ নানা রকম হুমকি ধামকি প্রদাণ করেন। ওই এলাকার মৃত বাচ্চা মিয়ার স্ত্রী আফলা বেগম (৭০) জানান তাকে বয়স্কভাতা দেয়ার কথা বলে প্রায় ১০ মাস আগে তার কাছ থেকে ওই ইউ.পি সদস্য ২ হাজার ৫ শত টাকা গ্রহণ করেন। একইভাবে হারুনের স্ত্রী ফেলো বেগমকে ভিজিডি কার্ড দেয়ার কথা বলে ৪ হাজার টাকা, সবুজ মিয়ার স্ত্রী শেতুলি বেগমকে ভিজিডি কার্ড দেয়ার কথা বলে ৪ হাজার টাকা, মৃত তফলে মিয়ার স্ত্রী নুর জাহান খাতুনকে বয়স্কভাতা দেয়ার কথা বলে ৩ হাজার টাকাসহ প্রায় ৫০ জন দুঃস্থ ও অসহায়দের নিকট ইউ.পি সদস্য চাঁন মিয়া নিজেই উৎকোচ গ্রহণ করেন। ভূক্তভোগীরা ওই ইউ.পি সদস্যর দুর্নীতি অনিয়ম তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com