শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের সোনা তলায় ১১ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামের ভাড়াটিয়া শফিকুল শিশুটিকে দোকানে নিয়ে বিস্কুট ও খেলনা কিনে দেয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। বাসায় ফিরে কান্না করে শিশুটি। এসময় তাঁর চাচা ও স্বজনরা জানতে চাইলে সে ধর্ষনের বিষয় বলে। এরপর এলাকাবাসীকে বিষয়টি জানালে বখাটে শফিকুলকে আটক করে পুলিশে দেয়।
আটককৃত শফিকুল সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুস সাত্তার প্রমানিকের ছেলে। সে দীর্ঘদিন যাবত নবাবগঞ্জের চুড়াইন এলাকায় বিভিন্ন বাড়িতে কাজ করে বলে জানা গেছে।
এ ঘটনায় শিশুটির চাচী বাদী হয়ে শনিবার নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, আসামীকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।