শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:: খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৫ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ২৪৫ জনের।

বৃহস্পতিবার (১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে খুলনা বিভাগে একদিনে করোনায় সর্বোচ্চ ৩৩ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ছিল, বাকি তিন জনের উপসর্গ দেখা দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আজ সকাল ৮টা পর্যন্ত ১৩০ শয্যার বিপরীতে ১৯৮ জন রোগী ভর্তি ছিলেন। রেড জোনে ১০৫ জন, ইয়ালো জোনে ৫৩ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।’

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে মুখপাত্র ডা কাজী আবু রাশেদ বলেন, “গত ২৪ ঘন্টায় এখানে নতুন করে ভর্তি হন ১২ জন, যার মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন মহিলা। ছাড়পত্র নিয়েছেন ৬ জন। মারা গেছেন ১ জন। এখানে বর্তমানে মোট রোগী ভর্তি ৭০ জন, এর মধ্যে পুরুষ ৩৩ ও মহিলা ৩৭ জন।”

খুলনার বেসরকারী গাজী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা গাজী মিজানুর রহমান জানান, বর্তমানে এখানে ৯৩ জন কোভিড পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ১৭ জন। ছাড়পত্র নিয়েছেন ৮ জন। মারা গেছেন ১ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com