সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
খুলনা ব্যুরো::
খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রজিউন)।
শনিবার বিকেলে তিনি নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি বেশ কয়েকদিন ধরে ফুসফুস ও হৃদপিন্ডে সমস্যার কারণে চিকিসাধীন ছিলেন। তিনি ভাই, বোনসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা জানান, ওয়াদুদুর রহমান পান্না’র মরদেহ রোববার জোহরের নামাজের পর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ী জামে মসজিদের সামনে জানাজা এবং পরে বসুপাড়া কবরস্থানে মরদেহ দাফন করা হয়। ওয়াদুদুর রহমান পান্না ষাটের দশকে সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি বাংলার বানী পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক জন্মভূমি পত্রিকায় দীর্ঘদিন বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পর সম্পাদক হুমায়ূন কবীর বালুর মৃত্যুর পর তিনি সম্পাদকের দায়িত্ব নেন। দীর্ঘদিন ওইপদেই তিনি দায়িত্ব পালন করেন। তিনি খুলনা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নগরীর জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) ও খুলনা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ) নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আকবর শেখ:
এদিকে, খুলনার রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী আকবর শেখ (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রজিউন)। তিনি রোববার (২৩ আগষ্ট) সকাল ৮ টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানান, আলী আকবর শেখ গত ২৯ জুন প্রথমে হৃদরোগে আক্রান্ত হন। পরে তার হার্টের অপারেশন করার পর তিনি সুস্থ হন। কিন্তু গতকাল রোববার ভোরে নিজ বাসায় হঠাৎ করে বুকে ব্যাথা উঠলে তাৎক্ষনিক তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হয়, সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ জানান, সাবেক উপজেলার চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আলী আকবর শেখের জানাযা নামাজ রোববার বাদ জোহর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আসর বাদ তার নিজের গ্রাম রূপসার রামনগর স্পোটিং ক্লাব বালুর মাঠে (মানিক সরদারের মাঠ) দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে রহিমনগর কলোনী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আলী আকবর শেখ রূপসা উপজেলার রামনগর গ্রামের মৃৎ আব্দুর রহমানের পুত্র। ২০০৯ সালে তিনি রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন।