বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

খুলনায় রাষ্ট্রায়ত্ত ২৫ পাটকল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত বাতিলের দাবি

খুলনা ব্যুরো::

খুলনায় রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত বাতিল, পাটখাতে দুর্নীতিতে জড়িত পাট মন্ত্রণালয় ও বিজেএমসির কর্মকর্তাদের শাস্তি, পাটকলে যন্ত্রপাতি সংযোজন করে আধুনিকীকরণের দাবিতে খুলনায় মানব প্রাচীর কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল সোমবার নগরীর পিকচার প্যালেস মোড়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে পাটকল বন্ধে সরকারি সিদ্ধান্তের সমলোচনা হয়।

এতে বক্তারা বলেন, ভ্রান্তনীতি, অনিয়ম ও দুর্নীতির কারণে সারা বিশ্বের সম্ভাবনাময় পাটশিল্প ধ্বংসের চক্রান্ত চলছে। ২৫টি মিলে স্থায়ী সাড়ে ২৮ হাজার শ্রমিক থাকলেও এ মিলগুলোর সঙ্গে কয়েক লাখ মানুষ জড়িত। মিলগুলো বন্ধ হওয়ায় খুলনার শিল্পাঞ্চল ফের বিরাণ ভুমিতে পরিণত হবে। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে। বরং এ শিল্প ধ্বংসের জন্য দায়ী পাট মন্ত্রণালয় ও বিজেএমসির দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলগুলো আধুনিকীকরণ করতে হবে।

পরিষদের আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট ফ ম মহসিন, সিপিবির কেন্দ্রীয় নেতা এস এ রশিদ, জেলা সভাপতি ডা. মনোজ দাশ, নগর সভাপতি এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি জনার্দন দত্ত নাণ্টু, শ্রমিক নেতা মো. মোজাম্মেল হক, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা ডা. সমরেশ রায়, মোস্তফা খালিদ খসরু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com