মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

খুলনায় নিজ ঘরে যুবককে জবাই করে হত্যা

খুলনা ব্যুরো::

খুলনায় মো. বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়া নামক স্থানে নিজ ঘরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত বাচ্চু শেখ স্থানীয় বাসিন্দা মো. আমজাদ শেখের পুত্র। সে প্রবাস জীবন-যাপন করতো।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার ভোরে তাকে জবাই করে হতা করা হয়। প্রাথমিকভাবে হত্যাকান্ডের কারণ জানা যায়নি। তবে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ বুধবার রাতে তেলিগাতী মধ্যপাড়াস্থ নিজ ঘরে স্ত্রী’র সঙ্গে ঘুমিয়ে ছিল। ভোর রাতে অজ্ঞাত পরিচয়ের দৃর্বৃত্ত ঘরে ঢুকেই ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে জবাই করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চিৎকার শুনে পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সে অচেতন হয়ে পড়ে।

এদিকে এলাকাবাসী জানিয়েছেন, প্রবাস ফেরত এই যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিল। এ কারণে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে।

অপর সূত্র জানিয়েছে, বাচ্চু তার ফুফাতো ভাই নবীর ভূইয়ার স্ত্রী’র সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। যে কারণে নবীর তাদের ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়। যার জের ধরে এক সপ্তাহ আগে বাচ্চুকে দেখে নেয়ার হুমকি দিয়ে নবীর বাড়ি থেকে চলে যায়। এ কারণে নবীর এ ঘটনা ঘটতে পারে বলেও প্রতিবেশিরা ধারণা করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com