সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
খুলনা ব্যুরো::
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একদিনে নতুন করে আরও ১০৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬২ জনই মহানগরীসহ খুলনা জেলার।
রোববার রাতে খুমেকের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।
খুমেকের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে রোববার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনার নমুনা ছিল ২০০টি। এর মধ্যে মোট ১০৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। যার মধ্যে ৬২ জন খুলনার। এছাড়াও খুমেক ল্যাবে বাগেরহাটের ৬ জন, সাতক্ষীরা ২৯, নড়াইল ৩, যশোর ২, বরিশাল ১ এবং মাগুরায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, এ নিয়ে খুলনা জেলায় করোনা পজিটিভের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৭জন। এর মধ্যে মারা গেছেন ৭২জন। সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৩৬৭জন।