সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
খুলনা ব্যুরো::
খুলনায় অজ্ঞাত যুবকের (৩০) হাত-পা ও মুখ বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে লবণচরা থানা সংলগ্ন খানজাহান আলী (র.) বাইপাস সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত যুবকের দু’ হাত ও দু’ পা রশি দিয়ে বাঁধা এবং মুখ লাল রংয়ের একটি গামছা দিয়ে বাঁধা ছিল। শ্বাসরোধ করে হত্যার পর এ সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়ী থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, লাশের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরণে ফুল প্যান্ট থাকলেও গাঁয়ে কিছু ছিল না। ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা করে লাশ ফেলে দেওয়া হতে পারে বলেও পুলিশের অপরাপর সূত্র ধারণা করছে। সেভাবেই তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর কুমার সরকার বলেন, লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে, নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।