শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

খুনি জিয়া ও মোস্তাকের কি ভূমিকা ছিল তা জাতির সামনে তুলে ধরা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর প্রতিনিধি::

১৫ আগস্টে পাকিস্তান ও আমেরিকার দূতাবাস খোলা ছিল, খুনি জিয়া ও মোস্তাকের কি ভূমিকা ছিল তা জাতির সামনে তুলে ধরা হবে। বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর বাসস্টান্ডে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য স্বাধীনতা পদক প্রাপ্ত হওয়ায় এক গণ সর্ম্বধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৬২ সালে বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে এসেছিলাম। বঙ্গবন্ধুর আর্দশের সাথে কখনো বিশ্বাস ঘাতকতা করতে পারি নাই। বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে আজও কাজ করে যাচ্ছি। যতদিন মুজিববাদ বাংলার মাটিতে প্রতিষ্ঠিত না হবে ততদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেনা।
আমার এ স্বাধীনতা পদক কালিয়াকৈর ও গাজীপুরবাসিকে উৎর্সগ করলাম।

এসময় আরোও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামছুল আলম প্রধান,গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. রিনা পারভীন, কামরুল আহসান সরকার রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্ধ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com