বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
আল আমিন মন্ডল, বগুড়া থেকে:: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা’য় গতকাল সোমবার বাদ আছর বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উজগ্রাম পূর্বপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল ও শতাধিক অসহায়-কর্মহীনদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান হিরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহআলম রাসেল, শফিক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু, সদস্য সানোয়ার হোসেন, গোলাম কিবরিয়া সুমন, মিনহাজুল ইসলাম, ওমর ফারুক, সনসু মিয়া, যুবদল নেতা হোসেন আলী, মহিদুল হোসেন, মাহমুদুল ইসলাম, আল আমিন, আনারুল ইসলাম, ছাত্রদল নেতা বাবু মিয়া ও আব্দুল মমিন’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এর পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়া পরিবার’সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।