বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দিন: সাবেক এমপি লালু

VLUU L100, M100 / Samsung L100, M100

আল আমিন মন্ডল (বগুড়া) থেকে::

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধান নির্বাচনী সমন্বয় কারী সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন কারাগারে বন্দি রয়েছেন। এমনকি খালেদা জিয়া’কে গত ৩টি ঈদ জেলখানায় করতে হয়েছে।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষ মার্কায় ভোট দিন। বিএনপি ও ২০ দলীয় ঐক্য-জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। গতকাল সোমবার জাতীয় সংসদ বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে সদরের শাখারিয়া ইউনিয়নে (ধানের শীষ মার্কা) গনসংযোগ ও বিভিন্ন পথ সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পথ সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ভিপি অধ্যাপিকা শামিমা আকতার পলিন, ওমর ফারুক, সদর থানা বিএনপি সভাপতি এম মাফতুন আহম্মেদ খান রুবেল ও মহিলাদল নেত্রী নাজিমা আকতার। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদল নেতা মোশারফ হোসেন স্বপন, আব্দুর রহিম পিন্টু, বিএনপি নেতা অতুল চন্দ্র, সামছুল মন্ডল, আব্দুল হান্নান, জেলা যুবদল নেতা আহসান হাবিব মমি, গাবতলী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু, বুলবুল, জাহাঙ্গীর আলম পোটল, বেলাল, সাখিল, ছাত্রদল নেতা সিপাত, রেজা, সবুজ, খোকন, মাহফুজার, রুহুল, আলপনা কবির বাবু, হাকিম, তুহিন বাবু, বিপ্লব’সহ ওয়ার্ড বিএনপি ও যুব-ছাত্রদল’সহ সকল অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com