রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় গত ২৩ নভেম্বর দিবাগত রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, ৬ ডিসেম্বর আমরা প্রেসব্রিফিংয়ে বলেছিলাম মেডিকেল বোর্ডের পরামর্শে আমরা হয়তো উনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রাখবো। কিন্তু উনার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি।
তিনি আরও বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে তার জন্য ফ্লাই করা সঠিক হবে না।
তিনি বলেন, উনাকে বিদেশ নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং সেটি হয়তো উনার শারীরিক অবস্থাই বলে দিবে যে উনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যাবে।