মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

খালেদার বিরুদ্ধে কুমিল্লার নাশকতার দুই মামলা চলবে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা প্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে কুমিল্লার নাশকতার দুই মামলার হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। তাই এই দুটি মামলা আবার সচল হবে।

২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। মামলা দুটিতে বেগম জিয়া অন্যতম আসামি।

কুমিল্লার আদালতে থাকা মামলা দুটিতে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। তবে চেম্বার বিচারপতি হাইকোর্টের স্খগিতাদেশ স্থগিত করায় দুটি মামলার বিচারকাজ আবার শুরু হবে বলেই মনে করেন বিচার সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com