রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
মাঈন উদ্দিন মুন্না খান, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ॥ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া হাওরে অতিবৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে গেছে শতাধিক কৃষকের ফসলী জমি। বন্যার পাশাপাশি গত দুই দিনের লাগাতার বৃষ্টিতে নেত্রকোনার খালিয়াজুরী স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
চলমান বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে না পারায় বিপাকে পড়েছেন মধ্যবিত্তসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। তলিয়ে গেছে ফসলী জমি, পথ-ঘাট, নিম্নাঞ্চলের বাড়িঘর।
বৃহস্পতিবার ৫ অক্টোবর সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকেলের দিকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়ে। শুক্রবারও ৬ অক্টোবর ছিল একই অবস্থা। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরে। সন্ধ্যার পরে শুরু হয় ভারী বৃষ্টি। টানা দু’দিনের বৃষ্টিতে লেপসিয়া হাওররের ফসলী জমি পানির নিচে তলিয়ে য়ায।
লেপসিয়া গ্রামের কৃষক বকুল আজিম বলেন আমার এক একর ফসলী জমি অতি বৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে গেছে। লেপসিয়া দক্ষিন পাড়ার হারিছ মিয়া বলেন, আমার সাত একর ফসলী জমির মধ্যে ছয় একর অতিবৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে গেছে।