বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
মাঈন উদ্দিন (মুন্না খান): খালিয়াজুরী প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। ছাত্র সমাজ বর্তমানে দেশ গঠনে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে। সারাদেশেই সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন রকম উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে।
খালিয়াজুরী উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা ও কেন্দ্রের সাথে মিল রেখে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারা খালিয়াজুরী উপজেলার সবচেয়ে প্রাচীন বাজার মনিটরিং, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে
নানারকম কাজে নিয়োজিত রয়েছে। লেপসিয়া বাজারের একটা পুরাতন ব্রিজ জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ছাত্রসমাজ নিজের অর্থায়নে সেই ব্রিজ পরিষ্কারের পাশাপাশি লাল সবুজের রং দিয়ে সজ্জিত করেছে। এই কাজের সাথে জড়িত থাকা নূর কবির বলেন, ব্রিজটি অনেক দিন ধরে ময়লা আবর্জনায় পড়ে আছে। আমরা ছোট বাজেটের মধ্যে চেষ্টা করেছি কিভাবে বাজারটি সুন্দর করা যায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খালিয়াজুরী এর আরেক শিক্ষার্থী মনির হোসেন বলেন,” আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজটা কে সুন্দর করতে চাই। যেখানে কোনো বৈষম্য থাকবে না। সেই ধারাবাহিকতায় আমরা বাজার পরিষ্কার সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছি।