শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

খালাস পেলেন শাহরুখপুত্র, শাস্তির মুখে সমীর

বিনোদন ডেস্ক:: মাদক মামলায় পুরোপুরি খালাস পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শুক্রবার ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে তাকে ক্লিনচিট দেওয়া হয়েছে। তারা জানিয়ে দিয়েছে, আরিয়ানের বিরুদ্ধে উপযুক্ত কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এদিন এনসিবি থেকে প্রমোদতরীর মাদক মামলায় যে চার্জশিট দায়ের করা হয়েছে, সেখানে নাম শাহরুখপুত্রের।

তবে আরিয়ান খালাস পেলেও চার্জশিপে নাম রয়েছে তার বন্ধু আরবাজ মার্চেন্টের। অন্যদিকে, আরিয়ান খালাস পাওয়ায় বড় ফ্যাসাদে পড়ে গেছেন এনসিবি সাবেক কর্তা সমীর ওয়াংখেড়ে। তার নেতৃত্বেই গ্রেপ্তার করা হয়েছিল শাহরুখপুত্রকে। তার বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় প্রশ্নের মুখে পড়েছে এনসিবির গ্রহণযোগ্যতা এবং কর্মপদ্ধতি।

গত ২ অক্টোবর কোর্ডেলিয়া ক্রুজে রেইড করেছিল এনসিবির যে দল, তাদের তদন্তে বিস্তর গরমিল পাওয়া গেছে- তা একপ্রকার মেনে নিয়েছে এনসিবি। সংবাদমাধ্যমকে এনসিবির ডিজি এসএন প্রধান জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে যে তদন্ত করা হয়েছিল তাতে বেশ কিছু খামতি রয়েছে। বিশেষ করে, সে সময়কার জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে যেভাবে মামলাটি চালনা করেছেন’।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আশঙ্কার কালো মেঘ ঘিরে ধরেছে সাবেক এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে। আরিয়ান মামলা থেকে আগেই হঠিয়ে দেওয়া হয়েছিল তাকে। তার বিরুদ্ধে ঘুষ নেওয়া, হুমকি দেওয়াসহ একাধিক অভিযোগ উঠেছিল।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আরিয়ান মামলার ভুলভ্রান্তিপূর্ণ তদন্তের জেরে কেন্দ্র সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাবেক এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। জাল কাস্ট সার্টিফিকেটের মামলায় ইতিমধ্যেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার।

আরিয়ানকে ক্লিনচিট দেওয়া প্রসঙ্গে শুক্রবার সংবাদমাধ্যমকে সমীর ওয়াংখেড়ে জানান, ‘আমার সঙ্গে এই মামলার এখন আর কোনো সম্পর্ক নেই। আমি দায়িত্বে নেই। তাই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com