বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

খাগড়াছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফের চার নেতা নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে জেলার পানছড়ি উপজেলার ফাতেমানগরে এ ঘটনা ঘটেছে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ৫৫-৬০ রাউন্ড গুলিবিনিময় হয়। ২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর পার্বত্য এ জেলায় এটিই সবচেয়ে বড় ঘটনা।

নিহতরা হলেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, কেন্দ্রীয় পিসিপির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, জেলা গণতান্ত্রিক যুব ফোরামের সহ-সভাপতি লিটন চাকমা, ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ মারমা। তিনি এ নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একটি সম্মেলনকে কেন্দ্র করে পানছড়িতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছিলেন। নিতি দত্ত চাকমা এবং হরি কমল ত্রিপুরা নামে আরও দুইজন ইউপিডিএফ নেতার সন্ধান মিলছে না। দলীয় অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলি হয়েছে জানিয়েছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

এ ঘটনার সঠিক তথ্য এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। তিনি বলেন, খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com