মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

খসরুর আসনে মনোনয়নপত্র জমা দিলেন দুজন

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জসিম উদ্দিন।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে নৌকা প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকার কাছে জাতীয় পার্টির আহ্বায়ক জসিম উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে নৌকা মনোনীত প্রার্থী বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খাঁন বলেন, আমি প্রথমে বঙ্গবন্ধুর লোক, তারপর আওয়ামী লীগ। শেখ হাসিনা সোনার বাংলা করে ফেলেছেন। আগামী ১০ বছরের মধ্যে এ দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার রূপান্তরিত হবে। এই উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করায় বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, সবার চেষ্টায় বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করব। আমার জীবন বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর জন্য উৎসর্গ করলাম। নির্বাচিত হলে বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর উন্নয়নে কাজ করে যাব।

স্থানীয়দের ধারণা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন। জাতীয় পার্টির আহ্বায়ক জসিম উদ্দিন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেবেন। এলাকায় তার সক্রিয় নেতাকর্মীও নেই বলে জানান তারা।

এ বিষয়ে জানতে জসিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

উপনির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন। ভোট গ্রহণ ২৮ জুলাই হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালনসহ দেশ ও এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com