মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বিশেষ করে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কথা কয়েকজন ক্রিকেটার একেবারেই শোনেন না। পাপন তাই বলেছেনও, ‘আমার মনে হয় যেকোনো খারাপ পারফরম্যান্সের পর আমরা শুধু শুধু ডোমিঙ্গোকে বলির পাঠা বানানোর চেষ্টা করি। বাংলাদেশ দলের ড্রেসিংরুম সুখী হয়। পরক্ষনেই আবার দুঃখী হয়ে যায়। কেন এমনটি হয়? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যা বলেছেন, তাতে বোঝা যাচ্ছে, কোচদের কথা ক্রিকেটাররা শোনেন না বলেই এমনটি হয়। যারা কোচের কথা শোনে না, তাদেরকে কিছু জিজ্ঞেস করে লাভ কী?‘ বিসিবি সভাপতির কথাতেই বোঝা যাচ্ছে, কোচের কথা শোনেন না কয়েকজন ক্রিকেটার।
দল ভালো খেলতে খেলতে এমন খারাপ খেলে যা ভালো খেলাকেও ভুলিয়ে দেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথম টেস্টেই যেমন ২২০ রানের বড় ব্যবধানে হার হয়ে যায়। তা হয় প্রধান কোচ ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ এ্যালান ডোনাল্ডের কথা না শোনাতে। তারা উইকেটের আচরণের কথা আগেই বলেছিলেন। শেষ দিনগুলোতে ব্যাটিং করা খুবই কঠিন, তা জানিয়েছিলেন। টস জিতলে আগে ব্যাটিং নেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু দলের কিছু সিনিয়র ক্রিকেটার কোচের কথার বিপরিতে গিয়ে পরে ব্যাটিং করার কথা বললে অধিনায়ক মুমিনুল হক তাই করেন। আর তাতে ডারবান টেস্টে কী হাল হয়েছে তা তো সবাই দেখেছে। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।
‘ক্রিকেটাররা কি সত্যিই শোনে কোচরা কী বলতে চায়?’
দ্বিতীয় ইনিংসে এমন হালের পর টেস্ট অধিনায়ক মুমিনুল একাই নিজের কাঁধে টস জিতে ফিল্ডিং করার দায় নিয়েছেন। কিন্তু এমনটি কেন হবে? তাহলে কী সিদ্ধান্ত কোচদের একেবারেই নেওয়া হচ্ছে না? এরপর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্বাক্ষাতকার নেয়। তাতেই কয়েকজন ক্রিকেটার যে ডোমিঙ্গোর কথা শোনেন না, তা ফুটে ওঠে।
পাপন জানান, ‘আমার মনে হয় যেকোনো খারাপ পারফরম্যান্সের পর আমরা শুধু শুধু ডোমিঙ্গোকে বলির পাঠা বানানোর চেষ্টা করি। সব ক্রিকেটাররা কি তার কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে তারা (কোচরা) কী বলতে চায়?’
‘যেসব ক্রিকেটাররা ডোমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে’
‘যেসব ক্রিকেটাররা ডোমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারকে ডাকি, অন্তত ১১ জন বলবে ডোমিঙ্গো দুর্দান্ত কোচ। দুই-তিনজন হয়তো আছে, যারা ভিন্ন কথা বলবে এবং কোচের কথা শোনে না।’
‘আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারকে ডাকি, অন্তত ১১ জন বলবে ডোমিঙ্গো দুর্দান্ত কোচ’
‘যারা কোচের কথা শোনে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ কী? আমাকে তাদের কথা শুনতে হবে যারা কোচের সঙ্গে কাজ করছে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সবকিছু সমাধান করবো।’
‘আমি জানতাম দুই কোচ (ডোমিঙ্গো এবং ডোনাল্ড) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে বলেছিলেন’
প্রথম টেস্টের টস নিয়ে বলতে গিয়ে পাপন জানান, ‘আমি জানতাম দুই কোচ (ডোমিঙ্গো এবং ডোনাল্ড) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে বলেছিলেন। পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। কয়েকজন সিনিয়র ব্যাটার প্রথমে ব্যাট করতে চায়নি। সিনিয়রদের ওই সিদ্ধান্তই শুনেছে মমিনুল।’
‘কোচ এবং ক্রিকেটারদের মধ্যে সমস্যার সমাধান করতে হবে’
‘আমরা যদি এই সমস্যা থেকে বের হয়ে আসতে না পারি, ভবিষ্যতের জন্য এটা বেশ খারাপ হবে। আমার মনে হয়, এ নিয়ে আমাদের সবার বসা উচিত। দেশের মাটিতে খেলা চলাকালে জানানো হয়েছিল, সব সমস্যার সমাধান হয়েছে। এখন দেখছি দেশের বাইরে গেলে এই সমস্যা বেড়ে যায়। আমাদের কোচ এবং ক্রিকেটারদের মধ্যে সমস্যার সমাধান করতে হবে।’