শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

ক্ষুদ্র-নৃ গোষ্ঠিরা আজ আর বোঝা নয় – ইয়াসিন আলী এমপি

রাণীশংকৈল ( ঠাকুরগাও ) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে গত১৬ মে ক্ষুদ্র-নৃ গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আালী বলেন, ক্ষুদ্র-নৃ গোষ্ঠিরা এখন আর বোঝা নয় তারা দেশের সম্পদ। আজকে তারা দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা সভাপতিত্বে গেষ্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত ৩০১ আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপজেলা আদিবাসী সভাপতি গোপাল মুর্মু সুগা, সাধারণ সম্পাদক স্যামুয়েল হেমরন উপস্থিত ছিলেন ইএডিও ম্যানেজার খায়রুল আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উল্লেখ্য প্রধান মন্ত্রীর কর্মসূচীর আওতায় ৩১৬ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৫০০-২৫০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com