বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: ঢাকা দোহারের লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় ৫শত ক্ষুদে শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। পর্যায়ক্রমে রাইপাড়া সহ প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেওয়া হবে।
অনুষ্ঠানে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে শিক্ষার উপর বিশেষ মনোযোগ দিয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় শিক্ষা প্রসারে কাজ করছে সরকার। শিক্ষায় ঝরে পড়া রোধে উপবৃত্তির ব্যবস্থাও করেছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন সোহাগ, রাইপাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ভুইয়া, আওয়ামী লীগ নেতা সুরুজ আলম প্রমুখ।