মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: গত এক বছরের ওয়ানডের পারফরম্যান্স বিবেচনা করে একাদশ ঘোষণা করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় পোর্টাল ইএসপিএনক্রিকইনফো। এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।
একাদশে অবশ্য শ্রীলংকা ও আফগানিস্তানের আধিপত্য রয়েছে। লংকানদের ৪ ও আফগানদের ৩ ক্রিকেটার জায়গা পেয়েছেন। আর বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও পাকিস্তানের একজন করে রয়েছেন। তবে বিশ্বকাপের বছর গেলেও, ফাইনাল খেলা অস্ট্রেলিয়া ও ভারতের কেউ নেই।
ডানহাতি পেসার তাসকিন ২০২৪ সালে ৭টি ওয়ানডে খেলেছেন। শ্রীলংকার বিপক্ষে ৪টি, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি করে ম্যাচ খেলেছেন। এই ৭ ম্যাচে ২৩.৯ গড়ে ১৪টি উইকেট নিয়েছেন তিনি।
একাদশ: পাথুম নিশাঙ্কা, রহমান-উল্লাহ গুরবাজ, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ রমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ ও হারিস রউফ।