শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে নাহিদা

স্পোর্টস রিপোর্টার, একুশের কণ্ঠ:: বিখ্যাত ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে তাদের দেখা বর্ষসেরা একাদশ। যেখানে পুরুষদের মাঝে নেই বাংলাদেশের কেউ, তবে নারীদের মাঝে ঠাঁই মিলেছে নাহিদা আক্তার।

প্রতি বছরেই ক্রিকইনফো বছর শেষে ক্রিকেটের তিন সংস্করণেই বর্ষসেরা একাদশ ঘোষণা করে থাকে। ব্যতিক্রম হয়নি এবারো। সব দল থেকে সেরা পারফর্মারদের নিয়েই গঠিত হয় এই একাদশ। তবে এবারে ঘোষিত একাদশে তিন সংস্করণের কোনোটিতেই নাম আসেনি বাংলাদেশের জাতীয় পুরুষ দলের কারো।

পুরুষদের মাঝে কারো নাম না থাকলেও নারীদের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নাহিদা আক্তার। চলতি বছরে নারী দলের সাফল্যে বড় ভূমিকা ছিল তার। যার পুরস্কারও পেলেন হাতেনাতে। বল হাতে বছরজুড়ে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি।

২০২৩ সালে ১৬.৩ স্ট্রাইকরেটে নাহিদা শিকার করেছেন মোট ২০ উইকেট। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। তার শিকার ২১ উইকেট।

বর্ষসেরা নারী ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে। বছর জুড়ে ৩৪৬ রানের পাশাপাশি ১২ উইকেট নিয়েছেন তিনি।

ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ : চামারি আতাপাত্তু, বেথ মুনি (উইকেটরক্ষক), সোফি ডিভাইন (অধিনায়ক), অ্যামেলিয়া কের, ন্যাট শাইভার-ব্রান্ট, ম্যারিজান কাপ, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাথারল্যান্ড, নাদিনে ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লিয়া তাহুহু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com