মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন

স্পোর্টস রিপোর্টার:: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আগুন ঝরানো বোলিং করেছেন। তিন ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সিরিজ সেরার পুরস্কার পাওয়া সেই সাফল্যের স্বীকৃতি পেলেন তাসকিন আহমেদ। আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিং তালিকায় ১৫ ধাপ উন্নতি হয়েছে তার। ৫২৩ রেটিং নিয়ে বর্তমানে ক্যারিয়ার সেরা ৩৪তম স্থানে উঠে এসেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৬ রানে ৩ উইকেট নেন তাসকিন। ওই ম্যাচ ৩৮ রানে জিতে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে ৪১ রান দিলেও উইকেট শূন্য ছিলেন তিনি। ম্যাচটি ৭ উইকেটে হারে বাংলাদেশ। আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জয়ের স্বাদ পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাসকিন।

বোলিং র‌্যাঙ্কিং তালিকায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সপ্তম স্থানে স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৬৬১ রেটিং আছে তার। তালিকায় চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং ৬৫৭। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৩ উইকেট নেন তিনি।

অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। এখানে তার রেটিং ৪১৯। এদিকে ব্যাটারদের তালিকায় সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৬৬২ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছেন তিনি। সিরিজের ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১২৯ রান করেছিলেন তামিম। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান করা লিটন দাসেরও উন্নতি হয়েছে। ৬০২ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে এখন লিটন দাস। ২৬তম স্থানে আছেন সাকিব। ১৭ নম্বরে মুশফিক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com