বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে জেএসসি ও পিইসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:: ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে জেএসসি ও পিইসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সংর্বধীত হয়েছে।

রবিবার সকাল ১০টায় রাজধানী মিরপুর পুলিশ স্টাপ কলেজ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এসময় রূপগঞ্জের কাঞ্চন পৌর আল-আমিন হ্যান্ড রাইটিং একাডেমি থেকে অংশগ্রহণকারী ১৩জন শিক্ষার্থী সংবর্ধীত হয়েছে।

ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকার মাধ্যমিক শিক্ষা বোর্ডেও কলেজ পরিদর্শক ড. মোঃ হারুন অর রশিদ।
এছাড়াও উপস্থিত ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান এড. সেলিনা রওশন, অধ্যক্ষ আনিসুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ আক্তারুজ্জামান প্রমূখ।

সারাদেশ থেকে আসা অংশগ্রহণকারী দুই হাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হিসেবে গোল্ড মেডেল ও শিক্ষা সনদ প্রদান করা হয়। এসময় রূপগঞ্জের কাঞ্চন পৌর আল-আমিন হ্যান্ড রাইটিং একাডেমি থেকে অংশগ্রহণকারী ১৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com