সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

ক্যান্সারে আক্রান্ত আইয়ুব আলীর চিকিৎসা সহায়তা চেয়ে স্ত্রী’র আকুতি

খুলনা ব্যুরো::

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ক্ষুদ্র ব্যবসায়ী আইয়ুব আলীর (৫৫) অবস্থা সংকটাপন্ন। একই সঙ্গে তিনি কিডনী ও পিত্তথলীতেও টিউমারে ভুগছেন। জরুরী তার অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসায় প্রায় ৫ লাখ টাকা প্রায়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে সরকার ও সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তা কামনা করা হয়েছে।

আইয়ুব আলী খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। তিনি একজন ক্ষুদ্র ডিম ব্যবসায়ী। কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে তিনি কোনো কাজ করতে পারেন না। তার একমাত্র ছেলে এখনও কলেজ ছাত্র। আর আগেই মেয়ের বিয়ে দিয়েছেন।

আইয়ুব আলীর স্ত্রী লাইলী বেগম বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরিক্ষার পর তার ক্যান্সার সনাক্ত হয়। এর পর তিনি সর্বস্ব শেষ করে সাধ্যমতে চিকিৎসা করিয়েছেন। এখন তার চিকিৎসার ব্যয়ভার বহন করার কোনো সামর্থ নেই। তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। রক্ত বমি করছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিরুপম মন্ডলের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তার ডান কিডনীতে টিউমারের সাথে ক্যান্সার হয়েছে। যে কারণে ডাক্তার জরুরী ভিত্তিতে তার ডান কিডনী ফেলে দিতে বলেছেন। এছাড়া তার পিত্তথলীতেও টিউমার হয়েছে। সেটিও অপারেশন করতে হবে। অপারশনের পর আটটি ডায়ালসিসও করা লাগতে পারে। তার পুরো চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। দুই এক দিনের মধ্যে অপারেশন করতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন। এ অবস্থায় তিনি স্বামীর চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তবান, দানশীল ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।

আইয়ূব আলীকে আর্থিক সহায়তা পাঠাতে ও যোগাযোগ বিকাশ (পার্সোনাল) নাম্বার : ০১৪০১৬৮৬৫৪৫ । লাইলী বেগম, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, গল্লামারী শাখা, খুলনা। মুদারাবা সঞ্চয়ী হিসাব নং-০৯৬১১২০১১৭২৭৯।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com