শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

ক্যাটরিনা বলেন ভিকি ‘বদমেজাজি’

বিনোদন ডেস্ক:: ২০২১ সালের ডিসেম্বরে হঠাৎ বিয়ে করেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। তাদের বিয়ের খবরে সেদিন অনেকেই চমকে গিয়েছিলেন। তবে বিয়ের পর আড়াই বছর সংসার করছেন ভিকি-ক্যাটরিনা। তবে তাঁদের দাম্পত্য কি শুধুই সুখের স্বর্গ! এই দাম্পত্যে কি তিক্ততা নেই?

সম্প্রতি নেহা ধুপিয়ার একটি শো-তে এ বিষয়েই মুখ খুলেছেন ভিকি কৌশল। ক্যাটরিনার সঙ্গে তাঁর সংসারে বিরক্তিকর বিষয় কোনটি? এ প্রশ্ন ভিকি বলেন, বিয়ের পর প্রথম ২ বছর ক্যাট নাকি তাঁকে শুধুই ‘খড়ুস’ বদমেজাজী) বলে ডাকতেন।

ভিকি বলেন, ক্যাটরিনা তাঁর জেদ নিয়ে বেশ বিরক্ত। কোনও কিছু ঘটলে তিনি নাকি কখনওই প্রথম ক্ষমা চাইতে যান না। আর সেটাই নাকি পছন্দ নয় ক্যাটের।

ভিকির কথায়, ‘আসলে আমি সেই ব্যক্তি যিনি কোনও বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত একগুঁয়ে থাকি। আর তাই ক্যাটরিনা আমাকে ‘খাড়ুস’ বদমেজাজী বলে ডাকত।’

ভিকি আরও বলেন, তাঁর স্ত্রী ক্যাটরিনা মনে করেন, ভিকির দেওয়া উপহার এক্কেবারেই রোম্যান্টিক নয়। আর তখনই নেহা ধুপিয়া ভিকিকে প্রশ্ন করেন, তিনি স্ত্রী ক্যাটরিনার জন্য শেষ কী উপহার কিনেছেন? উত্তরে ভিকি জানান, গয়না।

শো-তে ভিকি-ক্যাটের বিয়ের দিনের প্রসঙ্গও উঠে আসে। যে বিয়েতে ইন্ডাস্ট্রি থেকে উপস্থিত খুব অল্প সংখ্যক লোকজনের মধ্যে নেহা ধুপিয়াও ছিলেন।

ভিকি বলেন, ‘আমি ক্যাটরিনাকে ওইদিন একটা কথাই বলেছিলাম, যেটা তোমাকে খুশি করবে, সেটাই করো। আমি তখনই শান্তি পাব যখন আমার হৃদয়ের কাছের সেই নারী সুখী হবে। একটা মেয়ের কাছে এর অর্থ অনেক কিছু । সেই দিনটি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com