বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ থেকে:: ঢাকার দোহার উপজেলার বিশিষ্ট দানবীর, সমাজ সেবক ও দোহারের একাধিক সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লায়ন ইঞ্জিনিয়ার মেহবুব কবির কোস্টাল-শীপ ওয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৫ পর্যন্ত এই কমিটির মেয়াদ বলে জানা যায়।
কোস্টাল-শীপ ওয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের অন্যান্য কর্মকর্তারা হলেন, ভাইস চেয়ারম্যান কাজী মো. শফিকুল ইসলাম, অমল চন্দ্র দাস, এম.এ বকর। অন্যান্য সদস্যরা হলেন, শেখ মাহফুজ হামিদ, নাজমুল হোসাইন হামদু, মো. খোরশিদ আলম, আবু বকর সিদ্দিক, মো. ইউনুস মিয়া, অরুণ চন্দ্র দাস, আলহাজ্ব মো. সোহাগ, সামসুল আরেফিন খালেদ, এন এ খালেদ।
এ বিষয়ে লায়ন ইঞ্জিনিয়ার মেহবুব কবির কোস্টাল-শীপ ওয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেশের সকল জাহাজ মালিকদের শুভেচ্ছা জানিয়ে গনমাধ্যমকে বলেন, দেশের জাহাজ মালিকদের কল্যাণে আমাদের সংগঠন দীর্ঘদিন যাবত কাজ করছে সারা দেশে। এছাড়া জাহাজ শ্রমিকদের উন্নয়ন ও তাদের কল্যাণে আমরা বিভিন্ন কর্মকান্ড ও পরিচালিত করে থাকি।
এসময় মেহবুব কবির আরো বলেন, আমি দোহার উপজেলার সন্তান হিসেবে বিগত সময়ে আমি দোহারবাসীর কল্যাণেও বিভিন্ন ভূমিকা পালন করেছি। আগামী দিনেও দোহার নবাবগঞ্জবাসীর যে কোন কাজে পাশে থাকবো ইনশাল্লাহ।