শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

কোনো শক্তিই অবৈধ সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির চলমান সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। যতদিন এই স্বৈরাচার সরকার পদত্যাগ না করবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। দেশি বিদেশি কোনো শক্তি এ অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখতে পারবে না। দেশি বিদেশি কোনো শক্তির জনগণের বিরুদ্ধে গিয়ে এ অবৈধ সরকারকে রাখা সম্ভব হবে না। তাদের যেকোন মূল্যে বিদায় নিতে হবে।

শুক্রবার (২২ মার্চ) দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, আবুল হাশেম বক্কর, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার।

আমীর খসরু বলেন, বিএনপির সংগ্রাম বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম। দেশের মালিকানা ফিরে পাবার সংগ্রাম। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। যতদিন স্বৈরাচার পদত্যাগ না করবে, ততদিন এ সংগ্রাম চলবে। বাংলাদেশের মানুষকে তাদের মালিকানা ফিরিয়ে দেয়ার সংগ্রাম চলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com