শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

কোটা আন্দোলনের আরও ২ সমন্বয়ক ডিবি হেফাজতে

সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ

অনলাইন প্রতিবেদক:: কোটা সংস্কার আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া, কোটা আন্দোলনের কিছু বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ডাকসুর সাবেক ভিপি নুর রিমান্ডে আন্দোলনের সমন্বয়কদের বিষয়ে কিছু তথ্য দিয়েছেন। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদাপোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। এ সময় আসিফের সঙ্গে থাকা আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও তুলে নেওয়া হয়। পরে রাতে ডিবির পক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয়। নাহিদ, আসিফ ও বাকের এখনও ডিবির হেফাজতে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com