শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে আজ রাত ৮টায়। আসরের উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপের পাঁচবারের শিরোপাজয়ী শ্রীলংকাকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মোহাম্মদ নবি-রশিদ খানরা।
এশিয়া কাপের ১৫তম আসরের তৃতীয় ম্যাচে আজ রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে আফগানিস্তান। ইতোমধ্যে ১০০ ম্যাচ খেলে ৬৭টিতে জয় তুলে নিয়েছে তারা। পরাজয় মাত্র ৩৩টিতে। অন্যদিকে বাংলাদেশ টি-টোয়েন্টিতে অতীতে ১৩১ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৪৩টিতে জয় পেয়েছে। হারে ৮৩ ম্যাচে।
ম্যাচ জয়ের এই পরিসংখ্যানেই স্পস্ট, আফগানিস্তান টাইগারদের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে।
শুধু তাই নয়, দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যানও আফগানদের হয়ে কথা বলছে। অতীতে দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮ ম্যাচ মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে আফগানিস্তান জয় পায় ৫টিতে। আর বাংলাদেশ জয় পায় মাত্র ৩টিতে।
সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে আফগানরা। সবশেষ ১০ ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ মাত্র ২টিতে জয় পেয়েছে। হেরেছে ৮টিতে। আর আফগানিস্তান সবশেষ ১০ ম্যাচে অংশ নিয়ে ৭টিতে জয় আর হার মাত্র তিনটিতে।
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ১৫৫/৮, ঢাকা, ২০২২
আফগানিস্তান ১৬৭/৮, দেরাদুন, ২০১৮
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ১১৫/৯, ঢাকা, ২০২২
আফগানিস্তান ৭২, ঢাকা, ২০১৪
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ ১৬৯, মাহমুদউল্লাহ
আফগানিস্তান ১৪১, মোহাম্মদ নবি
সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ ৭০*
সাকিব আল হাসান, চট্টগ্রাম, ২০১৯
আফগানিস্তান ৮৪*
মোহাম্মদ নবি, ঢাকা, ২০১৯
সবচেয়ে বেশি ছক্কা
বাংলাদেশ ৫, মাহমুদউল্লাহ
আফগানিস্তান ৯, মোহাম্মদ নবি
সর্বোচ্চ জুটি
বাংলাদেশ ৮৪, মুশফিকুর ও মাহমুদউল্লাহ, দেরাদুন, ২০১৮
আফগানিস্তান ৯৯, জাজাই ও উসমান ঘানি, ঢাকা, ২০২২
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ ১০, সাকিব আল হাসান
আফগানিস্তান ১৪, রশিদ খান
সেরা বোলিং
বাংলাদেশ ৪/১০, নাসুম আহমেদ, ঢাকা, ২০২২
আফগানিস্তান ৪/১২, রশিদ খান, দেরাদুন, ২০১৮