রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে মার্কিন নাগরিকের জমি দখল করে কারখানা ভাড়া দিয়েছেন আ’লীগ নেতা, জাল খতিয়ানে নিয়েছেন বিদ্যুৎ সংযোগ

কেরানীগঞ্জে মার্কিন নাগরিকের জমি দখল করে কারখানা ভাড়া দিয়েছেন আ'লীগ নেতা, জাল খতিয়ানে নিয়েছেন বিদ্যুৎ সংযোগ

আবু জাফর, কেরানীগঞ্জ (ঢাকা):: কেরানীগঞ্জে আমেরিকান নাগরিক পিন্টু খানের পৌনে ২২ শতাংশ জমি দখল করে সেখানে ছাপা কারখানা ভাড়া দিয়েছেন কালিন্দী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার ও আ’লীগ নেতা আলী হোসেন। কয়েক মাস পূর্বে আমেরিকা থেকে দেশে ফিরে বিষয়টি জানতে পারেন ভুক্তভোগী।

জানা যায়, আলী হোসেনের ভাগ্নে ইমাম হাসান কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি। মামা ও ভাগ্নে ক্ষমতার জোর খাটিয়ে আতাশুর মৌজার ১৩১ খতিয়ানের ৪ ও ৩ দাগের পৌনে ২২ শতাংশ জমি দখল করে বাংলাদেশ প্রিন্টার্স লি: নামে একটি ছাপা কারখানা ভাড়া দিয়েছেন। পরে জাল খতিয়ান দিয়ে আলী হোসেন নিজের নামে মিটার নিয়ে কারখানায় বিদ্যুৎ সংযোগ দিয়েছেন।

মার্কিন নাগরিক ও কালিন্দী ইউনিয়নের বাসিন্দা পিন্টু খান বলেন, দেশে ফিরে ঘটনাটি জানার পর মেম্বার আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করি। উনি ও ছাত্রলীগ সভাপতি আমাকে এবিষয়ে বাড়াবাড়ি করলে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। পরে আমি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করি। সেখানে মিটার সরিয়ে নেয়ার জন্য চিঠি দেই। তারা এখনো কোন সুরাহা করছে না। একপর্যায়ে বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য কাগজপত্র জমা দেয়া হয়েছিল সেগুলো সংগ্রহ করি। দেখা যায়, যে খতিয়ান জমা দিয়ে মিটার নিয়েছিলো সেটা জাল। তাছাড়া ওই খতিয়ানের নম্বর ২৭ আর দাগ ২৫৫, যা আমার খতিয়ান ও দাগের সঙ্গে মিল নেই।

তিনি আরও বলেন, এতোদিন ওদের ভয়ে কিছু বলতে পারি নাই। এখন আমি আমার জমি দখল ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনী সহ মাননীয় প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি। কারখানার ব্যবস্থাপক রাকিব হোসেন মুঠোফোনে জানান, ৭/৮ মাস আগে এই জমি তারা আলী হোসেনের কাছ থেকে ভাড়া নিয়ে কারখানা তুলেছেন।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ জিনজিরা অফিসের জিএম জুলফিকার আলী বলেন, আমি দুই মাস পূর্বে এখানে জয়েন করেছি। পিন্টু খান নামে একজন ব্যক্তি এবিষয়ে অভিযোগ করেছেন। আমরা তার অভিযোগ ও কাগজপত্র আইনী পরমর্শের পাঠিয়েছি। মতামত পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জাল খতিয়ানে কিভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হলো এমন প্রশ্নে তিনি বলেন, আসলে বিদ্যুৎ সংযোগের জন্য যে কাগজপত্র জমা নেয়া হয় সেগুলোতো আমাদের চেক করার সময় ও সুযোগ নেই। একারনে হয়তো এমনটা হতে পারে।

এদিকে সরকার পরিবর্তনের পর আ’লীগ নেতা ও ইউপি মেম্বার আলী হোসেন ও তার ভাগ্নে ছাত্রলীগ সভাপতি ইমাম হাসান আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন, ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com