বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার কেরানীগঞ্জে জি ফোম নামের ফোম তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও ঝাউচর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক বলেন, কয়েকদিন ধরে কারখানায় তেমন কাজ নেই। তাই ফোম উৎপাদন বন্ধ ছিল। সেজন্য আমরা কারখানায় ছিলাম না। আজ সকালে লোকমুখে আগুনের ঘটনা জানতে পারি। তখন এসে দেখি কারখানার সেমি পাকা একটি শেড, ফোম তৈরির যন্ত্রাংশ, কাঁচামাল ও তৈরি ফোম পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। পরে মালিকপক্ষের কাছ থেকে জানতে পারি আগুনে কারখানার অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কেরানীগঞ্জে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টার চেষ্টায় আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। রাসায়নিক জাতীয় দাহ্য পদার্থ ও আগুনের তীব্রতা বেশি থাকায় নেভাতে বেগ পেতে হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে কারখানার ক্ষয়ক্ষতির ব্যাপারে জানা যাবো।