বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে প্রয়াত আ’লীগ নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেকে: তুলে দিচ্ছেন পাকা ঘর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: দেড় বছর আগে স্যানিটারী কাজের সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন ফাহিম। ফাহিমের মৃত্যুতে ছোট ৪ সন্তানকে নিয়ে অথই সাগরে পরে যান স্ত্রী মাহমুদা। আয় রোজগার না থাকায় চেয়ে-চিন্তে, খেয়ে না খেয়ে কোন রকমে বেঁচে ছিল ৫ টি প্রান।

এ অবস্থায় অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ইয়ামিন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন গনি, মডেল থানা শ্রমিক লীগের আহ্বায়ক জিলহজ্ব সহ অনেকে। সকলের সম্মেলিত প্রচেষ্টায় পরিবার ঘুরে দাঁড়িয়েছে। ফাহিমের স্ত্রী মাহমুদাকে স্বাবলম্বী করতে এলাকায় একটি টেইলার্সের দোকান খুলে দেয়া হয়েছে। ফাহিম মায়ের সুত্রে প্রায় দেড় শতাংশ জমি পেয়েছিলেন, মারা যাওয়ার পর ওই জমিতে পাকাঘর তোলা হচ্ছে।

ফাহিমের স্ত্রী মাহমুদা জানান, স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করেছি। পরে উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা আমাকে টেইলার্সের দোকান খুলে দিয়েছেন। সেখানের আয়ে সংসার ভালোই চলছে। থাকার জন্য তারা ফাহিমের মায়ের কাছ থেকে পাওয়া জমিতে তারা পাকা ঘর তুলে দিচ্ছেন। ইতিমধ্যে ঘরের অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। ঈদের পর বাড়িতে উঠতে পারবো। যারা আমার ও আমার এতিম সন্তানের জন্য সাহায্য সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ইয়ামিন বলেন, বিল্লাল হোসেন ফাহিম ছিল আন্ত:প্রান আ’লীগ। তার আকস্মিক অকাল মৃত্যুতে পরিবারটি কষ্টের মধ্যে পড়ে যায়। পরে আলোচনা করে যে যার সাধ্যমতো সহযোগিতা করে। কেউ নগদ টাকা, কেউ ইট, কেউ রড সিমেন্ট কিনে দেয়ায় কাজটা সহজ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com