শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে ব্যবসায়ী জমি দখল করতে না পেরে হকার্স লীগ নেতা ও সোনার বাংলা গ্রিন সিটি হাউজিংয়ের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৫ কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সালাউদ্দিন সোহেল বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী হকার্স লীগের কেন্দ্রীয় নেতা ও কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ‘সোনার বাংলা গ্রিন সিটি’ হাউজিংয়ের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে এজাহারভুক্ত এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া আনোয়ার হোসেনের তিন ভাই আওয়ামী লীগ নেতা মো. সুমন, মো. সুজন, মো. রাসেল, সাবেক যুবলীগ নেতা ফারুকসহ নয়জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাত আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সালাউদ্দিন সোহেল বলেন, ৫০ বছর আগে আমার বাবা মরহুম সাহেদ আলী ওরফে শাহু ব্যাপারী আমার চার বোন, দুই ভাই ও মায়ের নামে ভিন্ন ভিন্ন রেজিস্ট্রি করে কেরানীগঞ্জ মডেল থানাধীন ব্রাহ্মণকিত্তা মৌজায় ৬৬৯ শতাংশ জমি কেনেন। কিন্তু আওয়ামী হকার্স লীগের কেন্দ্রীয় নেতা ও কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ও তাঁর ভাই মো. সুমন, মো. সুজন ও মো. রাসেল রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের জমি দখলের চেষ্টা করেন।
গত ৩ মে আনোয়ারের নেতৃত্বে তার ভাই সুমন, সুজন ও রাসেলসহ তাদের সহযোগী পিন্টু, মাসুম, ফারুক, কমল চন্দ্র পাল ও আশিকসহ সাত থেকে আটজন দুর্বৃত্ত আমাদের জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা আমাদের হুমকি দুমকি দিয়ে বলেন, আমাদের পাঁচ কোটি টাকা চাঁদা না দিলে এ জমি সোনার বাংলা গ্রিন সিটির নাম দিয়ে প্লট করে বিক্রি করে দিবো।
আমরা তাদের চাঁদা দিতে না চাইলে তারা আমাদের জমি ভোগদখল করতে দিবেন না বলে হুমকি দেন। একপর্যায়ে আনোয়ার ও তার ভাইয়েরা আমাদের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন । তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আনোয়ারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের দমিয়ে রেখেছিলেন। আমরা এতদিন জীবনের ভয়ে কোন পদক্ষেপ নিতে সাহস পাইনি। আওয়ামী সরকারের পতনের পর ২৬ আগষ্ট আমরা সংবাদ সম্মেলন করেছি।
পরবর্তীতে গতকাল সোমবার তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। যেসব আওয়ামী লীগ নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেছে ও হত্যার হুমকি দিয়েছে তাদের শিগগিরই আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান বলেন, ব্যবসায়ী সালাউদ্দিন সোহেলের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সোনার বাংলা গ্রীন সিটির চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই গ্রেপ্তারি অভিযান পরিচালনা করা হবে।