সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে ছাদে বাগানের পাশাপাশি খামার করে সফলতা পেয়েছেন মিঠু

আবু জাফর, কেরানীগঞ্জ থেকে:: কেরানীগঞ্জে ছাদে বাগানের পাশাপাশি খামার করে বেশ সফলতা পেয়েছেন ফারুক হোসেন মিঠু। ছাদে টব, ড্রাম, প্লাস্টিকের বাক্স ও ইটের হালকা দেয়ালের মাঝে শতাধিক প্রজাতির শাক-সবজি, ফুল, ফল, মসলা, ও ওষুধী গাছের বাগান করে সবুজের সমারোহ গড়ে তুলেছেন তিনি। বাগানের পাশাপাশি গড়ে তুলেছেন দেশী মুরগী ও কবুতরের খামার। অর্ধশত মুরগী আর ৬ শতাধিক কবুতর রয়েছে খামারে।

দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের একটি বানিজ্যিক ভবনের ৯ তলা ছাদে এই বাগান ও খামারের অবস্থান। ছাদে উঠার পথে ৮ তলার সিঁড়িতে স্বাগত জানায় অসংখ্য পাতাবাহার ও সৌন্দর্যবর্ধনকারী গাছ। দেয়ালের গায়ে, রশিতে ঝুলছে এসব গাছ। ছাদের মাঝে রয়েছে শাক-সবজির শেড। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ফল, ফুল, ওষুধী সহ নানা প্রজাতির গাছপালা। এক পাশে রয়েছে মুরগী ও কবুতরের খামার।

ছাদ বাগান ঘুরে দেখা যায়, দেশী ফলের মধ্যে আম, কাঠাল, পেয়ারা, নারিকেল, আনারস, শরুফা, ডালিম, বড়ই, আমড়া, কলা, লেবু আর বিদেশি ফলের মধ্যে রয়েছে ড্রাগন, আপেল, মালবেরি, রয়েল সহ বেশকিছু গাছ। এবছর আপেল গাছে ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেডে বছরে দুবার শাক-সবজি উৎপাদন হয়। লাল শাক, মুলা শাক, পালং শাক, পুই শাক, লাউ শাক ও মিষ্টি আলু শাক চাষ করেন। পাশাপাশি সবজি হিসেবে শিম, ঢেঁড়স, মিষ্টি আলু, ধুন্দুল, করলা, সাজনা উৎপাদন করেন। বিভিন্ন ফুল যেমন- শিউলি, গোলাপ, কৃষ্ণলতা, রাধাচূড়া, সূর্যমুখী, অপরাজিতা, রেইন লিলি, সন্ধা মালতী গাছ রয়েছে। ওষুধী গাছ তুলসী, বাসক, পাথরকুচি, এলোবেড়া, অর্জুন, নিমগাছও আছে। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাতাবাহার ও সৌন্দর্যবর্ধনকারী গাছ রয়েছে এই ছাদ বাগানে।

ফারুক হোসেন মিঠু জানান, তিনি ছাদ বাগানে কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার করেন না। মুরগী ও কবুতরের বিষ্ঠা, লতাপাতা দিয়ে জৈব সার তৈরী করে ব্যবহার করেন। ফলে তার উৎপাদিত শাক সবজি সম্পূর্ণ নিরাপদ। নানা প্রয়োজনে অনেকেই আসে ওষুধী গাছের পাতা, ছাল ও ডাল নিতে।

তিনি বলেন, এই ছাদ বাগান দিয়ে আমার পরিবারের শাক-সবজি ও ফলের চাহিদা অনেকটা মিটে যায়। এবছর ৩০ কেজির মতো ড্রাগন ফল পেয়েছি। দেশীয় মুরগীর খামার থেকে পরিবারের সারা বছরের ডিমের যোগান হয়ে যায়। ছাদ বাগান বায়ুদূষণ রোধ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে ভুমিকা রাখে। ব্যবসার পাশাপাশি আমি নিয়মিত বাগান ও খামার পরিচর্যা করি। এতে নির্মল আনন্দ পাওয়া যায়। সরকারের উচিত ছাদ বাগান করতে বিভিন্নভাবে উৎসাহিত করা।

জানা গেছে, ২০১৪ সালে ছাদ বাগানের জন্য উপজেলা পর্যায়ে সরকারিভাবে দ্বিতীয় পুরস্কারে মনোনীত হন ফারুক হোসেন মিঠু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com