রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অসহায় মা-মেয়ের জমি দখল করে বাড়ি নির্মাণ করছে আ’লীগ নেতার ভাই

কেরানীগঞ্জে অসহায় মা-মেয়ের জমি দখল করে বাড়ি নির্মাণ করছে আ'লীগ নেতার ভাই

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী বাবুরায়পাড়া এলাকায় অসহায় এক বৃদ্ধা ও তার মেয়ের ৪ শতাংশ জমি দখল করে পাকা বাড়ি নির্মাণ করছেন স্থানীয় আ’লীগ নেতা মজনুর ভাই মহিউদ্দিন।

মাসখানেক আগে তিনি জোরপূর্বক বাড়ী নির্মাণের কাজ শুরু করেন। ভুক্তভোগীরা এতোদিন ভয়ে প্রতিবাদ করতে পারেননি। আ’লীগ সরকারের পতনের পর শনিবার তারা সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।

সরেজমিন শনিবার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। এসময় মহিউদ্দিন দাবি করেন, ১৯৯৬ সালে ওই জমি তিনি ক্রয় সুত্রে মালিক হয়েছেন। কিন্তু কাগজপত্র যাচাই করে দেখা যায়, মহিউদ্দিন ৩ হিন্দুর কাছ থেকে জমি ক্রয় করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ওই দলিলের দাতারা কখনোই জমির মালিক ছিলেন না।

ভুক্তভোগী রাজিয়া খাতুন বলেন, ১৯৯২ সালে আমার স্বামী এন্তাজ এই জমি ক্রয় করেন। পরে ২০১১ সালে আমাকে ও মেয়ে হাসিনা বেগমের নামে হেবা দলিল করে দেন। কিন্তু আ’লীগ নেতা মজনুর ভাই মহিউদ্দিন একটি জাল দলিল তৈরী করে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই জমি দীর্ঘদিন দখল করে রাখেন। মাসখানেক আগে তারা সেখানে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করে। আমরা বাধা দিতে গেলে তারা ক্ষমতার জোরে আমাদের মারধর করে তাড়িয়ে দেয়। ফ্যাসিবাদী আ’লীগের পতন হয়েছে। আশা করি এখন ন্যায় বিচার পাবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com