বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
কেরাণীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুরের মালিভিটা এলাকায় বজলুর রহমানের বাড়ি থেকে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কামরুন নেসা (৫০)।
নিহতের স্বজনরা জানান, কামরুন নেসার বাবা খলিলুর রহমান। বিয়ের পর থেকে ওই বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। তবে স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়েছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এটি হত্যা না কি আত্মহত্যা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। রাত ৯টার দিকে পুলিশ সুরতহাল শেষে লাশ তাদের হেফাজতে নিয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত করা হবে। বুধবার রাত ১০টায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
সূত্র : ইউএনবি