মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

কেন্দ্রীয় নেত্রীর সাথে ছবি তোলায় পুরো কমিটি হারালেন ইউনিয়ন ছাত্রলীগ!

লালমনিরহাট প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তিলোত্তমা শিকদারের সাথে দেখা করে ছবি তোলায় পুরো কমিটি হারিয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ।

শুক্রবার (১৫ জানুয়ারী) সকালে এ প্রতিবেদকের কাছে এমন অভিযোগ করেন ওই ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক পত্মেশ্বর চন্দ্র রায়।

তার আগে গত মঙ্গলবার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক তিলোত্তমা শিকদারের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়ে দেখা করে ছবি তুলেন ডাউয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক পত্মেশ্বর চন্দ্র রায়।

তার অভিযোগ, উপজেলা ছাত্রলীগ নেতাদের না জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রীর সাথে দেখা করে কিছু ছবি তোলায় তার ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান বলেন, ওই ইউনিয়নের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এ ছাড়া ওই কমিটির কোনো সাংগঠনিক কার্যক্রমও নেই, তাই কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

ডাউয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক পত্মেশ্বর চন্দ্র রায় বলেন, তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “অমৃত সূর্য” শীতার্ত মানুষজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি ডিমলা তিস্তা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে যান। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক তিলোত্তমা শিকদার দিদিকে কাছে পেয়ে তার সাথে কিছু ছবি তুলে ফেসবুকে আপলোড করি। পরে হাতীবান্ধা ফিরে অনলাইনে ঢুকে দেখতে পাই তার ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরে বিভিন্ন মাধ্যম এবং জেলা ছাত্রলীগের কিছু নেতার মাধ্যমে জানতে পাই উপজেলা ছাত্রলীগের নেতাদের না জানিয়ে কেন্দ্রীয় নেত্রীর দেখা করা ও ছবি তোলা ছিল আমার অপরাধ। সেই অপরাধে আমার পুরো কমিটি বিলুপ্ত করে দেয়া হয়েছে।

তবে পত্মেশ্বর চন্দ্র রায়ের এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান বলেন, ওই ইউনিয়নের কমিটি’র মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। সভাপতি বিবাহিত, কমিটির কার্যক্রমও নেই বললেই চলে। তাছাড়া গত প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের অংশগ্রহন সন্তোষজনক ছিল না। তাই সাংগঠনিক নিয়মেই কমিটি বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই সেখানে নতুন কমিটি দেয়া হবে।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, ইউনিয়ন কমিটি গুলো ভেঙ্গে নতুন কমিটি করে উপজেলা সম্মেলন করার প্রস্তুতি চলছে। তার অংশ হিসেবে ওই ইউনিয়ন কমিটি বিলুপ্ত করতে পারেন উপজেলা কমিটি। তবে এ ভাবে কমিটি বিলুপ্ত করা ঠিক হয়নি। আমাকে ওই কমিটির সম্পাদক ফোনে অভিযোগ করেছেন। জেলা সভাপতি ঢাকায় আছেন, তিনি ফিরে এলে ওই অভিযোগ যদি সত্য হয় তাহলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com