মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

কেনো ধর্মকেই আলাদা করে দেখার সুযোগ নেই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, কেনো ধর্মকেই আলাদা করে দেখার সুযোগ নেই। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে প্রধান উপদেষ্টা সকালে সেখানে যান।

প্রধান উপদেষ্টা বলেন, ছুটি একদিন থেকে দুদিন হয়েছে। যা এখন দুদিন থেকে চার দিনে চলে গেছে। ওটাতে আমার কোনো হাত নেই। এটা কেউ না কেউ বৃদ্ধি করে ফেলেছে। কাজেই সব আনন্দ এখন একত্র হয়ে গেছে।

তিনি বলেন, জাতিসংঘের অধিবেশন চলবে। সরকার প্রধান হিসেবে আমাকে থাকতে হবে। তাই আমি পূজার ছুটিতে আপনাদের সঙ্গে থাকতে পারছি না। এজন্য নিজে থেকেই আপনাদের কষ্ট দিতে চলে এলাম। আগে থেকে তাই শুভেচ্ছা জানিয়ে গেলাম। পরবর্তীতে আবার একদিন আসা যাবে। গতবার যখন এসেছিলাম অনেকগুলো কথা বলেছিলাম। তখন বলেছিলাম- আমরা একটা পরিবার। সারা জাতি একটা পরিবার। আর পরিবারে নানা রকম মতভেদ থাকবে, ব্যবহারে পার্থক্য থাকবে। কিন্তু পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারবে না।

ড. ইউনূস বলেন, আমাদের মধ্যে ধর্মের ও মতের পার্থক্য থাকবে কিন্তু রাষ্ট্র আমাদের কোন পার্থক্য করতে পারবে না। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য রাষ্ট্র দায়িত্ববদ্ধ। নিরাপত্তা বেষ্টনী নয় আমরা মুক্তভাবে ধর্ম পালন করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com