বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি:: পটুয়াখালী জেলার মহিপুর থানার বিপিনপুর গ্রামে ব্র্যাক এনজিও পরিচালিত শস্য ভান্ডারে মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। এ শস্য ভান্ডারে গ্রামের প্রান্তিক কৃষকরা বিনামূল্যে শস্য সংরক্ষণ করতে পারেন এবং তা সময় মত বাজারে বিক্রি করে লাভবান হয়ে থাকেন। এই শস্য ভান্ডেরে একসঙ্গে প্রায় ৪০ টন শস্য সংরক্ষণ করে রাখা যায়।
ব্র্যাকের মহিপুর ব্রাঞ্চের প্রজেক্ট ম্যানেজার মো: জাফর আহমেদ বলেন, চোরচক্র শস্য ভান্ডারের নিরাপত্তা ক্যামেরা, মনিটর, হার্ডডিস্ক, ফ্যান, আইপিএস সেটসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের বাজার মূল্য প্রায় দের লক্ষ টাকা ও ভাংচুরের মালামালসহ দুই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয় মহিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা শস্য ভান্ডারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।